Saturday, October 4, 2025
spot_img
HomeScrollকালিম্পংয়ে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪
Kalimpong

কালিম্পংয়ে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪

কালিম্পংয়ে খাদে পড়ল গাড়ি, প্রাণ হারালেন অনেকে

ওয়েব ডেস্ক : ফের দুর্ঘটনা (Accident) পাহাড়ে। যার জেরে প্রাণ (Death) গেল ৪ জনের। ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। তাঁদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে কালিম্পংয়ে (Kalimpong)। তবে এই প্রথম নয় এর আগে দুর্ঘটনার জেরে প্রাণ হারিয়েছেন অনেকে।

উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টি (Rain) বাড়ছে। যার কারণে পাহাড়ের দিকে পরিস্থিতি অনেকটাই খারাপ। আর এই সময় সেখানে চলছে দশাই উৎসব। আর এই সময় আত্মীয়ের বাড়িতে যান অনেকে। সূত্রের খবর, শুক্রবার রাত ৮টা নাগাদ কালিম্পংয়ে (Kalimpong) এই দুর্ঘটনা ঘটে। পাথরঝোরা থেকে গ্যাংটকের দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উল্টো দিক থেকে আসা গাড়ির জোরাল আলোর কারণে গ্যাংটকের দিকে যাওয়া গাড়ি মেল্লি কিরণি এলাকায় খাদে পড়ে যায়।

আরও খবর : প্রতিমা ভাঙচুর ঘিরে উত্তপ্ত তমলুক, বিক্ষোভে বিশ্ব হিন্দু পরিষদ

যার কারণে চার জনের মৃত্যু হয়। ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন বলে খবর। তাদেরকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। অন্যদিকে এখন নেপালে চলেছে ভারী বৃষ্টি। যার ফলে হড়পা বানের আশঙ্কা রয়েছে। এর মধ্যে আবার উত্তরবঙ্গে (North Bengal) ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের তরফে কোথাও লাল, আবার কোথাও কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে উৎসবের মরশুমে পাহাড়ে ভিড় করেছেন বহু পর্যটক। অন্যদিকে, পাহাড়ে ভারী বৃষ্টিরও সতর্কতা জারি করা হয়েছে। ফলে তাঁদের নিরাপত্তার জন্য হাওয়া অফিসের সমস্ত আপডেট মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News